প্রকাশিত: Fri, Dec 16, 2022 2:34 PM
আপডেট: Sat, Dec 6, 2025 11:38 AM

চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, গরীব মানুষের দুর্ভোগ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫

জেরিন আহমেদ: চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে ২ ডিগ্রি কমেছে তাপমাত্রা। শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় বেশ কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়ছে। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। পুরো জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের কারণে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জীবিকার তাগিদে প্রতিদিন তাদের কাজে বের হতে হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাস বয়ে যাওয়ায় ঠাণ্ডা অনুভূত হচ্ছে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘন্টায় তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব